সোমবার, ১২ আগস্ট, ২০১৩

মঙ্গলে পাড়ি জমাতে 1 লাখ আবেদন, আপনি জাবেন কি মঙ্গলে

মঙ্গল গ্রহে স্থায়ীভাবে বসতি গড়ার লক্ষে 1 লাখ এর বেশী আবেদন জমা পরেছে। যদিও পৃথিবীতে যে কেউ আর ফিরে আসবে না তাও জানিয়ে দিয়েছে আয়জকরা। সিএনএন এর খবরে বলা হয় গত বছর মঙ্গলে বসতি গড়ার লক্ষে নেদারল্যান্ড ভিত্তিক একটি মহাকাশ সংস্থা এই আবেদনটি করার ঘোষনা দেয়। যে পরিকল্পনাটি তারা করেছে তাতে আবেদনকারীদের মধ্য থেকে 40 জনকে বেছে নেওয়া হবে। সব কিছু ঠিক থাকলে 2023 সালে প্রথম 4 জনকে নিয়ে দলটি মঙ্গলে যাবে। এরপর প্রতি 2 বছর পরপর নতুন অভিযাত্রীরা যোগেদেবে এই অভিযানে। সংস্থাটির ঘোষনা অনুযায়ী কোনদিনই পৃথিবীতে তাদের আর ফেরা হবে না। বরং মহাকাশে স্থায়ী ভাবে বসতি ছড়িয়ে দিতে তাদের পাঠানো হবে।

বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩

ঈদের আগে ও পরে

আমরা সবাই সারা বছর ধরে অপেক্ষা করতে থাকি কখন রমজান মাস আসবে আর কখন আমরা রোজা রাখা শুরু করব।  কখন মার্কেটে গিয়ে কেনা কাটা করব, কেউ কেউ আবার  ঈদের সময় মার্কেটগুলোতে শুধুমাত্র লোক (মেয়ে মানুষ) দেখার জন্য যায়। সবচেয়ে মজার ব্যপার হচ্ছে ঈদকে কেন্দ্র করে চারিদিকে এক অসাধারন আবেগ ও আনান্দ উল্লাসের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানের ঘর মুখো মানুষগুলো বাড়ীতে ঈদ উৎযাপনের জন্য ব্যস্ত হয়ে পরে। বিশেষ করে মহানগর থেকে সারা দেশে মানুষ যাওয়ার জন্য উথাল পাতাল করে। কেউ টেনে করে বাড়ী ফেরে কেউ আবার বাসে করে বাড়ী ফেরে। মুল কথা যানবাহনে এক বিশেষ ধরনের চার সৃষ্টি হয়।   vorotkumar@yahoo.com